সোমবার ২৮ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৮ এপ্রিল ২০২৫ ১৩ : ৫০Rahul Majumder
সংবাদসংস্থা মুম্বই:
আসছে ‘বজরঙ্গি ভাইজান ২’?
‘বাহুবলী’ দুই পর্ব, ‘বজরঙ্গি ভাইজান’ এবং ‘আরআরআর’-এর মতো সুপারহিট ছবির চিত্রনাট্যকার ভি বিজয়েন্দ্র প্রসাদ মনে করেন, ভারত এক অফুরন্ত গল্পভাণ্ডার, আর এই সম্পদকে কাজে লাগিয়ে ভারতীয় সংস্কৃতিকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া উচিত। ‘মগধীরা’, ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ এবং ‘থালাইভি’-র মতো ছবিরও চিত্রনাট্য রচয়িতা প্রসাদ সম্প্রতি খোলাখুলি কথা বললেন বলিউড তারকা সলমন খানের সঙ্গে ‘বজরঙ্গি ভাইজান’-এর সিকুয়েল নিয়ে তাঁর বৈঠক প্রসঙ্গে।প্রসাদের কথায়, “গত ঈদে সলমানের সঙ্গে দেখা হয়েছিল। আমি ওঁকে একটা গল্পের লাইন শুনিয়েছিলাম। ওঁর পছন্দ হয়েছে। তবে দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।” এছাড়াও, মহাভারত নিয়ে আমির খানের সঙ্গে তাঁর আলোচনার কথাও জানালেন প্রসাদ। বললেন, “কিছুদিন আগে আমির এসেছিল আমার কাছে, মহাভারত নিয়ে একটা আইডিয়া নিয়ে। তবে পরে কী হল, আমি জানি না।”
মহেশের বিনোদ-স্মৃতি
বিনোদ খান্নার অকালপ্রয়াণ শুধু বলিউড নয়, তাঁর প্রিয় বন্ধু মহেশ ভাটের মনেও গভীর শূন্যতা তৈরি করে গিয়েছিল। বিনোদ এবং মহেশের বন্ধুত্বের সূত্রপাত ১৯৭৯ সালে 'লহু কে দো রং' ছবির শ্যুটিংয়ের সময়। পেশাদার সম্পর্ক ছাপিয়ে তাঁদের মধ্যে গড়ে উঠেছিল গভীর ব্যক্তিগত বন্ধন।
কিন্তু সময়ের সাথে সাথে একের পর এক ব্যক্তিগত ক্ষতি ভেঙে দিয়েছিল ‘চাঁদনী’ খ্যাত এই অভিনেতাকে। ধীরে ধীরে ডুবে যেতে থাকেন মদের নেশা আর অবসাদের অন্ধকারে। মা-কে হারানোর পর, শান্তি খুঁজতে মহেশ ভাটের সঙ্গে বিনোদ চলে যান পুনের ভগবান ওশো রজনীশের আশ্রমে। মহেশ পরে ফিরে আসতে পারলেও, বিনোদ আর ফিরতে পারেননি। আধ্যাত্মিক অনুসন্ধানে তিনি পাড়ি দেন আমেরিকায়, ওরেগনের রজনীশপুরম কমিউনে থেকে হয়ে ওঠেন ওশোর শিষ্য।মহেশ ভাট স্মৃতিচারণায় বলেন, “মায়ের মৃত্যু ওকে ভীষণ নাড়িয়ে দিয়েছিল। তখন উত্তর খুঁজতে শুরু করেছিল ও। আমিও নিজের ব্যর্থতায় বিধ্বস্ত হয়ে ওকে নিয়ে গিয়েছিলাম ভগবান রজনীশের আশ্রমে। শুটিং শেষ করে ওর মার্সিডিজে চেপে আমরা পৌঁছে যেতাম ব্লু ডায়মন্ড হোটেলে… শান্তির খোঁজে... আমি ফিরে আসতে পেরেছিলাম, ও পারেনি। তারপর হারিয়ে গেল ওরেগনের পথে। আমি একবার আমেরিকাও উড়ে গিয়েছিলাম ওকে ফিরিয়ে আনতে। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছিল।”
‘দ্য ডিপ্লোম্যাট’ এবার ওটিটি-তে
গত ১৪ মার্চ, ২০২৫ হোলির দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল রাজনৈতিক থ্রিলার ‘দ্য ডিপ্লোম্যাট’। ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন জন আব্রাহাম এবং সাদিয়া খতীব। মুক্তির এক মাসেরও বেশি সময় পর জানা গেল, এবার ডিজিটাল প্ল্যাটফর্মে পা রাখতে চলেছে এই থ্রিলার। ‘দ্য ডিপ্লোম্যাট’ সম্ভবত ৯ মে, ২০২৫ তারিখে ওটিটি-তে মুক্তি পেতে চলেছে। আরও স্পষ্ট করে বললে, ‘দ্য ডিপ্লোম্যাট’ দেখা যাবে নেটফ্লিক্সে।
নানান খবর

নানান খবর
ভাঙনের আঁচ 'পরশুরাম-তটিনী'র সংসারে! কোন বিপদের ছায়া নামছে ধারাবাহিকের নতুন মোড়ে?
নব্বইয়ের কোঠায়ও 'তরুণ' ধর্মেন্দ্র! সুইমিং পুলে কার সঙ্গে জলকেলিতে মাতলেন বর্ষীয়ান অভিনেতা?

ওদের নিয়ে কাজ করা মজার, কিন্তু তাদের ‘ফুটবল টিম’ নিয়ে নয়! বলিপাড়ার নতুন মুখদের খোঁচা জনের

চকচকে ডিটেকটিভ চারুলতা! নতুন সিরিজে উজ্জ্বল সুরঙ্গনা, অনুজয়

পহলগাঁওয়ে জঙ্গি হামলার প্রেক্ষিতে বড়সড় সিদ্ধান্ত সলমনের! শুনে মন ভাঙলেও কী বলছে নেটপাড়া?

‘বাবুরাম সাপুড়ে’ থেকে ‘হুঁকোমুখো হ্যাংলা’-র পাতায় ছড়াচ্ছে রক্ত! প্রকাশ্যে ‘ম্যাডাম সেনগুপ্ত’র হাড় হিম করা পোস্টার

বাবা হতে চলেছেন সিদ্ধার্থ, তার মাঝেই নাম জড়াল অনন্যা এবং শ্রীলীলার সঙ্গে!

পর্দায় এবার জ্যাকলিন-সুকেশের প্রেমকাহিনি! কোন ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে বলিপাড়ায় চর্চিত জুটির রোম্যান্স?

জামাকাপড় খুলে শুধু অন্তর্বাস পরে বসো! সাজিদ খানের বিরুদ্ধে ফের বিস্ফোরক কোন অভিনেত্রী?

‘গ্যাংস অফ ওয়াসেপুর ৩’ আসছে কবে? মুখ্যচরিত্রে থাকবে ‘ফয়জল খান’? ফাঁস করলেন নওয়াজ

শেষ মুহূর্তে ‘ওমকারা’ হাতছাড়া হয়েছিল আমির খানের, কোন চরিত্রে প্রত্যাখ্যাত হন 'মি. পারফেকশনিস্ট’?

হাসপাতাল থেকে শুটিং ফ্লোর সামলিয়ে ফের হাসপাতালে কাঞ্চন মল্লিক, কেন দু’বার ভর্তি হতে হল? এখন কেমন আছেন অভিনেতা?

পাহাড়কে সাক্ষী রেখে প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন নির্ঝর মিত্র, কবে বিয়ের পিঁড়িতে বসছেন পরিচালক?

মাত্র ২৪ বছর বয়সেই থামল হৃদস্পন্দন! জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটারের মৃত্যুতে শোকের ছায়া নেটপাড়ায়

প্রথমবার বাংলা ছবিতে গজরাজ রাও! কোন বাঙালি অভিনেত্রীর সঙ্গে পর্দাভাগ করবেন?